৩১ জুলাইয়ের মধ্যে জাকসু’র নির্বাচন কমিশন: জাবি উপাচার্য

  28-06-2019 07:30PM

পিএনএস, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শুক্রবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সিনেট অধিবেশনকে ঘিরে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি একথা বলেন।

শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্রলীগের পূর্ণ সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনসহ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন অংশ নেয়।

বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পুরাতন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ হয়।

সিনেট অধিবেশনে অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীদের সাথে আলোচনায় উপাচার্য আগামী ৩১জুলাইয়ের মধ্যে জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনের নিশ্চয়তা দেয়। এরপর একঘন্টা বিলম্বে বিকেল ৫টায় শুরু হয় সিনেট অধিবেশন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন