৭ কলেজকে বাদ দেওয়ার দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  17-07-2019 12:59PM


পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে অধিভুক্তি থেকে থেকে বাদ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক আবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করছেন। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগের সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এর আগে গতকাল মঙ্গলবার পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।

তবে ঢাবি শিক্ষার্থীরা আজ পৃথক আন্দোলনে সাতটি কলেজকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন