জাবিতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  24-09-2019 09:20PM

পিএনএস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪১০ আসনের বিপরীতে ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এই ইউনিটে ছেলেদের জন্য ২৩৫টি এবং মেয়েদের জন্য ১৭৫টি আসন বরাদ্দ রয়েছে। প্রতিটা আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ju-admission.org) পাওয়া যাবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন