সংবাদ সম্মেলনে আসছেন বুয়েট উপাচার্য

  08-10-2019 05:17PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে আসছেন। বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার বিকেলে উপাচার্য ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আসবেন বলে জানান তিনি। এর আগে শের-ই-বাংলা হল প্রভোস্ট ও ডিনের সঙ্গে তিনি বৈঠকে বসেন মঙ্গলবার বিকেলে।

রোববার রাতে শের-ই-বাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। এরপর সোমবার পুরোদিন এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত খোঁজ মিলছিল না বুয়েট উপাচার্যের।

তার ক্যাম্পাসে আসার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন বুয়েট শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন।

তবে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে আসেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময়েও বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ক্যাম্পাসে না আসায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের চাপের মুখে গণমাধ্যমকর্মীদের সামনে উপাচার্যকে মুঠোফোনে কল দেন প্রাধ্যক্ষ অধ্যাপক জাফর ইকবাল খান। তখন উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) কল রিসিভ করেন।

তিনি জানান, উপাচার্য অসুস্থ। এ জন্য ক্যাম্পাসে আসতে পারবেন না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন