গেটে তালা: বুয়েটের ভিসি অবরুদ্ধ

  08-10-2019 05:43PM

পিএনএস ডেস্ক : গেটে তালা লাগিয়ে বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকাল সাড়ে চারটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। ক্যাম্পাসে প্রবেশ করে তিনি বিভিন্ন বিভাগের ডিন এবং শিক্ষকদের সাথে মিটিংয়ে অংশ নেন।

এর আগে সকালে শিক্ষার্থীরা উপাচার্যকে বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসে এসে জবাবদিহিতা করার আল্টিমেটাম দেন। শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে আসেন বুয়েট ভিসি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান সাংবাদিকদের জানান, ভিসি স্যার ডিনদের সঙ্গে মিটিং করছেন। এরপরেই তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তবে কথা বলার আগেই তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন