আবরার হত্যা; প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন

  10-10-2019 12:38AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা আবরার ফাহাদকে হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদিন শিশিরের সঞ্চালনায় সমাবেশে ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ্জামান বলেন, ‘আবরারকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের এ কুকর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের ছাত্রসমাজ এর কড়া জবাব দেবে।’

বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘শুধু সত্য বলার কারণে এবং গঠনমূলক সমালোচনা করার কারণেই আবরারকে প্রাণ দিতে হয়েছে। আবরারকে এভাবে হত্যায় যারাই জড়িত তাদের সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন