ঢাবির ‘ক’ ইউনিটে ৮৭ শতাংশই ফেল

  20-10-2019 03:04PM


পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশই ফেল করেছে। ১ হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৯৬ জন। পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২৫ হাজার ৯২৭ এবং সমন্বিত পাসের সংখ্যা ১১ হাজার ২০৭ জন। পাসের হার ১৩.০৫ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২২-২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে দিন অফিসে জমা দিতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন