কুবির ভর্তি পরীক্ষার ফলাফল ১২ নভেম্বর

  10-11-2019 09:19AM


পিএনএস ডেস্ক: ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনকৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তিনটি ইউনিটেরই ফলাফল আগামী ১২ নভেম্বর প্রকাশ করা হবে। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় আবেদনকৃতদের মধ্যে ‘এ’ ইউনিটে প্রায় ৬৫% এবং ‘বি’ ইউনিটে প্রায় ৭২% পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘সুষ্ঠুভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ১২ নভেম্বর সবগুলো ইউনিটের ফলাফল একসাথে প্রকাশ করা হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন