বরিশালে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

  17-11-2019 06:08PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশালে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। রবিবার সকাল সাড়ে ১০ টায় ইংরেজী বিষয়পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হয় ।

এবার বরিশাল বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে, বিভাগের ৬ জেলায় কেন্দ্রের সংখ্যা ৫২৭টি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৮৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ১ লাখ ১ হাজার ৩৬৮ জন ছাত্রী। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী।

বরিশাল জেলায় প্রাথমিক সমাপনীতে কেন্দ্রের সংখ্যা ১৫০টি আর পরীক্ষার্থী ৪২ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ১৮ হাজার ৯৬২ জন ছাত্র এবং ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী। ইবতেদায়িতে ৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ৪ হাজার ২০ জন ছাত্র এবং ২ হাজার ৭০১ জন ছাত্রী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন