দৃষ্টিপ্রতিবন্ধীকে মারধর করায় চবি থেকে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

  20-11-2019 09:55PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শুক্কুর আলমকে মারধরের দায়ে ছাত্রলীগ কর্মী মোরশেদুল আলম রিফাতকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীন আখতার নির্বাহী ক্ষমতাবলে এই বহিষ্কারাদেশ দেন, যা গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলেও জানানো হয়। বুধবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও চবি প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এর আগে গত ১০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে নুর আলম স্টোরের সামনে শুক্কুরকে মারধর করেন চবি শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরদিন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলে তিন কর্মদিবসের মধ্যে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সঙ্গে ক্যাম্পাসের কোথাও রিফাতকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। যথা সময়ে কারণ দর্শাতে না পারায় রিফাতের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রক্টর জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন