ঢাবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  23-12-2019 11:40AM

পিএনএস ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কায় ইউনিফর্মধারী অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পুলিশের সতর্ক অবস্থান ও প্রহরা দেখা গেছে।

উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ওই হামলা চালান।

হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৩২ জন আহত হন। আহত ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এছাড়া আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরিষদের যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন