‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন শাবির যারা

  31-12-2019 07:28AM


পিএনএস ডেস্ক: দীর্ঘ একযুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ জানুয়ারি। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৯ কৃতি শিক্ষার্থী।

সোমবার (৩০ ডিসেম্বর) শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড এর জন্য বিভিন্ন অনুষদে ফলাফলের ভিত্তিতে ৮৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। সমাবর্তনের দিন সময় স্বল্পতার কারণে তাদের অ্যাওয়ার্ড প্রদান করা সম্ভব নয়। ওইদিন শুধু রাষ্ট্রপতি পদকে মনোনীতদের স্বর্ণপদক দেয়া হবে। তবে পরের দিন (৯ জানুয়ারি) একটি অনুষ্ঠান আয়োজন করে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড প্রদান করব।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাবর্তনে অংশ নেয়ার জন্য মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে স্নাতক ৪ হাজার ৬১৭ জন, স্নাতকোত্তর ১ হাজার ১২৭ জন, পিএইচডি ২ জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্য থেকে ২০ জন ‘রাষ্ট্রপতি স্বর্ণপদক’ ও ৮৯ জন ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন।

স্নাতক পর্যায়ে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
শারমিন সুলতানা (গণিত বিভাগ, সেশন ২০০১-০২), অনক সমদ্দার (পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন ২০০২-০৩), মো. দিদারুল ইসলাম ভূঁইয়া (একই বিভাগ, সেশন ২০০৩-০৪), পঙ্কজ কুমার দাস (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), মাছুরা বেগম (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), জাসের আহমেদ (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), বিলাল উদ্দিন (গণিত বিভাগ, সেশন ২০০৮-০৯), রবি কর্মকার (পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন ২০০৯-১০) ও মোহাম্মদ আমিনুল কায়সার (পরিসংখ্যান বিভাগ, সেশন ২০১০-১১)।

এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. পারভেজ রানা (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, সেশন ২০০২-০৩), মো. সুমন রেজা (একই বিভাগ, সেশন ২০০৩-০৪), ফারজানা ফেরদৌস (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), মো. আনোয়ার হুসাইন (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), এসএম লাভলী আখতার (একই বিভাগ, সেশন ২০০৮-০৯) ও সখিনা আক্তার (একই বিভাগ, সেশন ২০০৯-১০)।

এপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. রুহুল আমিন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেশন ২০০১-০২), সাদিয়া সুলতানা (একই বিভাগ, সেশন ২০০২-০৩), মো. আক্তার হোসাইন (একই বিভাগ, সেশন ২০০৩-০৪), মো. মনির হোসেন (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ, সেশন ২০০৪-০৫), মুক্তা রায় (একই বিভাগ, সেশন ২০০৫-০৬),
কবির আহমেদ চৌধুরী (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ, সেশন ২০০৬-০৭), মো. সিফাত তানভীর (পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেশন ২০০৮-০৯), সৌরভ চৌধুরী (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ, সেশন ২০০৯-১০) ও মো. মেহেদী হাসান নাহিদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেশন ২০১০-১১)।

সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
গোলাম আহমেদ (অর্থনীতি বিভাগ, সেশন ২০০১-০২), মেজবাহুল (একই বিভাগ, সেশন ২০০২-০৩), রেদওয়ান আহমেদ (একই বিভাগ, সেশন ২০০৩-০৪), মো. গিয়াস উদ্দিন (একই বিভাগ, সেশন ২০০৪-০৫), নওশীন চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), অমিত রায় (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), রাজেষ কুমার দেব (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), দীপান্বিতা বড়াই (একই বিভাগ, সেশন ২০০৮-০৯) ও তানিয়া সুলতানা তান্বি (একই বিভাগ, সেশন ২০০৯-১০)।

ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
ফারজানা চৌধুরী (ব্যবসায় প্রশাসন বিভাগ, সেশন, ২০০১-০২), মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০২-০৩), সিরাজুদ্দীন তপাদার (একই বিভাগ, সেশন ২০০৪-০৫), স্বরূপ সাহা (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), আক্তার উদ্দিন তফাদার (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), খন্দকার রেজওয়ান তানভীর (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), উম্মেহানি আক্তার (একই বিভাগ, সেশন ২০০৮-০৯), মাহমুদা আক্তার (একই বিভাগ, সেশন ২০০৯-১০) ও তানজিনা রহমান লুবনা (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

লাইফ সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. জাবেদ ফয়সাল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, সেশন ২০০৪-০৫), শিমরিকা থাপা (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), রাজিয়া সুলতানা (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), জিএম নুরনবী আজাদ জুয়েল (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), সাবরিনা সুহানি (একই বিভাগ, সেশন ২০০৮-০৯), ও জেনিফার কাইয়্যুম অমি (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

এ ছাড়া মেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
ইয়াসমিন আক্তার (নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সেশন ২০০২-০৩), মো. শামস আনোয়ার (জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সেশন ২০০৩-০৪), মো. আহসানুল হক (নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সেশন ২০০৪-০৫), সাবিন থাপালিয়া (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেশন ২০০৫-০৬), ইশরাত তাহসীন ইশা (একই প্রতিষ্ঠান, সেশন ২০০৬-০৭), সুষ্মিতা রায় (একই প্রতিষ্ঠান, সেশন ২০০৭-০৮), সেজুতী দে (একই প্রতিষ্ঠান, সেশন ২০০৮-০৯), রমিলা মহৎ (নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সেশন ২০০৯-১০) ও নীলিমা ইয়াসমিন (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেশন ২০১০-১১)।

অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. সাইফুর রহমান (রসায়ন বিভাগ, সেশন ২০০৩-০৪), সুবর্ণা সরকার রূপা (পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন ২০০৪-০৫) এইচএম বুরহানুল আলম, (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), অনক সমদ্দার (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), মো. তোফাজ্জল হোসেন ভূঁইয়া (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), মো. সাইফুর রহমান (রসায়ন বিভাগ, সেশন ২০০৮-০৯), পঙ্কজ কুমার দাস (পদার্থবিজ্ঞান বিভাগ, সেশন ২০০৯-১০) ও মেহেদী হাসান (পরিসংখ্যান বিভাগ, সেশন ২০১০-১১)।

এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. আব্দুল হালিম (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, সেশন ২০০৫-০৬), মোহাম্মদ গোলাম কিবরিয়া (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), মাহমুদা শারমিন (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), সৌরভ দাস (একই বিভাগ, সেশন ২০০৯-১০) ও সন্তোষ কুমার দেব (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
একেএম নুরুল হোসাইন (অর্থনীতি বিভাগ, সেশন ২০০৩-০৪), মনির উদ্দিন আহমেদ (একই বিভাগ, সেশন ২০০৪-০৫), আমেনা চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), শিতাংশু শেখর রায় (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), রেদওয়ান আহমেদ (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), মো. শরীফ উদ্দিন (একই বিভাগ, সেশন ২০০৮-০৯), নওশীন চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০৯-১০) ও অমিত রায় (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
সৈয়দ মোহাম্মদ খালেদ রহমান (ব্যবসায় প্রশাসন বিভাগ, সেশন ২০০২-০৩), সাকুফা চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০৩-০৪), তাহসিনা হক শিমু (একই বিভাগ, সেশন ২০০৪-০৫), নূর ইসলাম মো. সাকিব (একই বিভাগ, সেশন ২০০৫-০৬), মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী (একই বিভাগ, সেশন ২০০৬-০৭), মো. মাজহারুল ইসলাম (একই বিভাগ, সেশন ২০০৭-০৮), মুমতাহিনা তাজকিরা (একই বিভাগ, সেশন ২০০৮-০৯), ফাতেমা ফারজানান হানি (একই বিভাগ, সেশন ২০০৯-১০) ও মেহদিনা কবির তামান্না (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

এ ছাড়া লাইফ সায়েন্সেস অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা-
মো. জাবেদ ফয়সাল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, সেশন ২০০৮-০৯), মো. হযরত আলী, একই বিভাগ, সেশন ২০০৯-১০) ও মেহেদী হাসান সোহাগ (একই বিভাগ, সেশন ২০১০-১১)।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন