জাবির নৃবিজ্ঞান বিভাগে ফাতেমা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  16-01-2020 07:40PM

পিএনএস, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে বিভাগের প্রয়াত ছাত্রীর ফাতেমা স্মরণে অনুষ্ঠিত হয়েছে ফাতেমা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ইনডোর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় একক পুরুষ,দ্বৈত পুরুষ ও দ্বৈত নারী ক্যাটাগরিতে শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ নেয়৷

বুধবারে ফাইনালে ছেলে এককে ৪৬ ব্যাচের বিজয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৪৭ ব্যাচের রনি। ছেলে দ্বৈতে ৪৫ ব্যাচের আবিদ ও শাকিলের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৪৬ ব্যাচের বিজয় ও সজলের টিম।

মেয়ে দ্বৈতে ৪৮ ব্যাচের ফাতেমা ও শ্রুতির টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একই ব্যাচের চমক ও সামিহার টিম।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিভাগের ক্রীড়া শিক্ষক সহকারী অধ্যাপক সাজ্জাদুল আলম ও সহকারী অধ্যাপক আকলিমা আক্তার।

১৬ জানুয়ারি বুধবার বিভাগের ১২৮ নাম্বার রুমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদ ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আইনুন নাহার,অধ্যাপক হাসান আশরাফ প্রমুখ৷

এর আগে ৯ জানুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার টুর্নামেন্টের উদ্বোধন করেন৷

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রয়াত ছাত্রী ফাতেমার স্মরণে এই টুর্নামেন্ট৷

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন