লেখাপড়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে: ড. সামসুদ্দিন

  23-02-2020 10:30PM

পিএনএস ডেস্ক : জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে।

রোববার বশেফমুবিপ্রবি-তে সদ্য আত্তীকরণ হওয়া ফিশারিজ অনুষদের (ফিশারিজ কলেজ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। জামালপুরের মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে উপাচার্য ড. সামসুদ্দিন বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ দিনটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, মেলান্দহবাসীর জন্যও আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে এ আত্তীকরণ সম্পন্ন হয়েছে। আশা করছি এখানকার সবাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন।

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে শিক্ষার্থীদের পরামর্শ দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামুসদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সভঅপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব। বিজ্ঞপ্তি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন