প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন নিয়ম

  29-02-2020 11:41AM

পিএনএস ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নতুন চালু হচ্ছে। আসছে নতুন ১৮ হাজার শিক্ষক নিয়োগ থেকেই এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মন্ত্রী বলেন, স্নাতক পাস ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না।

এছাড়া গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এখন মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে পোশাক ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

শিক্ষকদের বদলি বিষয়ে তিনি বলেন, এখন থেকে সারা বছরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে পারবেন। কোনো রকম তদবির লাগবে না।

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, নান্দাইল থেকেই পরীক্ষামূলকভাবে ১০টায় স্কুল শুরুর সময়ের একটা প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই পদ্ধতি সারাদেশে বাস্তবায়ন করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন