করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন

  04-05-2020 12:00AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন (৬৯)। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রোববার সন্ধ্যায় বাংলা একাডেমির ফেলো মুনতাসীর মামুনকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান।

ডা. মাহবুবুর বলেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে আজকে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে।’

এর আগে বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন।

কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন