‘প্রাথমিকে সমাপনী পরীক্ষা বাতিলের পরিকল্পনা নেই’

  27-07-2020 05:31PM

পিএনএস ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আপাতত পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের পরিকল্পনা নেই। এই পরীক্ষা আরো যুগোপযোগী করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করেছে।

আজ সোমবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ বিষয়ক এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে ৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই দীর্ঘ বন্ধের যে ক্ষতি হয়েছে প্রাথমিক শিক্ষার তা কাটিয়ে উঠতে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা হলে আগামী শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানো হতে পারে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন