পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাউশি

  04-09-2020 09:16PM

পিএনএস ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যেই বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ওয়েবসাইটে কর্মচারীদের পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার আদেশ জারি করে বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জানা যায়, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল কলেজের ১৫৫ জন উচ্চমান সহকারী, ৭ জন সাঁট মুদ্রাক্ষরিক, ২২২ জন হিসাবরক্ষক কাম ক্লার্ক, ১ জন প্রধান সহকারী, উপজেলা পর্যায়ে কর্মরত ৩৯৪ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ১৩৫ জন হিসাবরক্ষক তালিকায় স্থান পেয়েছেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন