জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পুনর্মিলনী

  17-03-2016 11:14PM

পিএনএস: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পূর্ণাঙ্গ নাট্যশিক্ষার সূচনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ‘নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ’ নামের নাটকের এই ঐতিহ্যবাহী বিভাগটি অতিক্রম করেছে গৌরবময় ৩০ বছর। এই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে পরিচয় এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের। এই আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ আমিনুল ইসলাম (মোবাইল নম্বর : ০১৭১৩৯২৬৩৪৬) এবং রেজা আরিফ (মোবাইল নম্বর : ০১৭৮৪৩০৮৩১০)। জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ইউসুফ হাসান অর্ক বলেন, আসছে চৈত্র-সংক্রান্তি ও পয়লা বৈশাখের (১৩-১৪ এপ্রিল) দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে আমরা মুখর করে তুলতে চাই আমাদের প্রিয় বিদ্যায়তন।


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন