আরবি অনূদিত সনদ যাচাই করার নির্দেশ

  18-03-2016 01:37AM

পিএনএস: আরবিতে অনূদিত সার্টিফিকেট, মার্কশীট ও অন্যান্য কাগজপত্র সত্যায়নের জন্য স্ব স্ব বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় । এ নির্দেশের ফলে দীর্ঘদিন যাবত চলে আসা শুধু অনুবাদ সেন্টার থেকে সার্টিফিকেট ও মার্কশীট আরবিতে অনুবাদ করে নোটারি করালেই আর গ্রহণযোগ্য হবে না। শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরী শিক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনার কপি দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিকশিক্ষাকে জানান, শত শত জাল সনদ আরবিতে অনুবাদ করিয়ে নোটারি করে বিদেশে গিয়ে পরবর্তীতে যাচাইয়ে ধরা পড়েছে। এরই প্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। তবে, কেউ কেউ বলেছেন, বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করাতে হলে টাকা পয়সা খরচ করতে হবে। ঝামেলাও বাড়বে। মন্ত্রলায়ের একজন সিনিয়র সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে কোন ধরণের সার্টিফিকেট, মার্কশীট ও অন্যান্য কাগজপত্র সত্যায়নের নিমিত্ত আরবী অনুবাদকৃত কপি স্ব স্ব বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফাই করতে হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন