কারাগারে থাকা ৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

  21-09-2020 06:40PM

পিএনএস ডেস্ক : ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগার থেকে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক এবং তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলে বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর এই ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন।

আইনজীবী মো. সালাহ উদ্দিন বলেন, বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে ভিয়েতনাম থেকে ৮১ ও কাতার থেকে দেশে ফেরা ২ জন প্রবাসী শ্রমিককে কোয়ারেন্টিন শেষে ১ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন