ফিল্মফেয়ারে সেরা ইরফান-বিদ্যা-রাজকুমার

  21-01-2018 09:51PM

পিএনএস ডেস্ক : বলিউডের অন্যতম বড় সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবার অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ডের ৬৩তম আসর। আর এতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘হিন্দি মিডিয়াম’। একই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান। এবারের আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে বিদ্যা বালানের হাতে। এছাড়া এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি।

শনিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ের ওরলিন এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ারের জমকালো আসর। এটি উপস্থাপনা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করণ জোহর। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন তারকার পারফর্মেন্স ছিলো দারুণ উপভোগ্য।

৬৩তম জিও ফিল্মফেয়ার পুরস্কারজয়ীদের তালিকা:
সেরা ছবি: হিন্দি মিডিয়াম
সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী: বিদ্যা বালান (তুমহারি সুলু)
সেরা পার্শ্ব অভিনেতা: রাজকুমার রাও( বেরেলি কি বরফি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)
সেরা পরিচালক: অশ্বিনী আইয়ার তিওয়ারি (বেরেলি কি বরফি)
সেরা নবাগত পরিচালক: কঙ্কনা সেন শর্মা (এ ডেথ ইন দ্য গুঞ্জ)
সেরা মিউজিক অ্যালবাম: প্রিতম (জাগগা জাসুস)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (উল্লুকা পাঠ্ঠা, জাগগা জাসুস)
সেরা গায়ক: অরিজিত সিং: রোকে না রোকে (বদ্রিনাথ কি দুলহানিয়া)
সেরা গায়িকা: মেঘনা মিশ্র (নাচদি ফিরা, সিক্রেট সুপারস্টার)
সেরা নৃত্য পরিচালক: বিজয় গাঙ্গুলী ও রুয়েল দসান ভারিন্দানি (গালতি সে মিস্টেক, জাগগা জাসুস)
সেরা অ্যাকশন: টম স্ট্রুথারস (টাইগার জিন্দা হ্যায়)
সমালোচকদের বিচারে সেরা:
সেরা ছবি: নিউটন
সেরা অভিনেতা: রাজকুমার রাও(ট্র্যাপড)
সেরা অভিনেত্রী: জায়রা ওয়াসিম (সিক্রেট সুপারস্টার)

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন