স্কেটিং-এর মাঝেই খুলে গেল জামার হুক! দেখুন VIDEO

  12-02-2018 07:00PM

পিএনএস ডেস্ক : স্টেজে পোশাক বিভ্রাট৷ তাও আবার জীবনের প্রথম উইন্টার অলিম্পিকের আসরে৷ স্কেটিং করতে করতে হঠাৎ পোশাক বিভ্রাট ঘটে দক্ষিণ কোরিয়ার স্কেটারের৷ তবুও এক মুহূর্তের জন্য থামেনি তার পা৷ ওই অবস্থাতেই পুরো রুটিন শেষ করেছে সে৷

দক্ষিণ কোরিয়ার স্কেটার য়ুরা মিন তার পার্টনার আলেক্সজান্ডার গেমলিনকে নিয়ে স্কেটিং করতে নামে৷ স্কেটিং করতে করতে হঠাৎ তার জামার হুক খুলে যায়৷ তারপরেও স্কেটিং করে গিয়েছে সে৷ ক্যামেরার মিনের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই যে তার পোশাকে সমস্যা দেখা দিয়েছে৷ দিব্যি পেশাদারদের মতোই রুটিন শেষ করেছে সে৷ তার পার্টনার আলেক্সজান্ডারকে পুরো রুটিনে ‘কুল’ দেখা গিয়েছে৷ একবার তাকে মিনের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে৷ হুক খুলে যাওয়ায় পোশাকটি সামনের দিকে আলগা হয়ে যাচ্ছিল৷ তা সামাল দিয়ে দেয় আলেক্সজান্ডার৷ ক্যামেরাতে সেটা ধরাও পড়েছে৷

তবে মিন যে একেবারেই ঘাবড়ে যাননি তা মোটেও না৷ খুব নার্ভাস হয়ে পড়েছিল৷ কিন্তু তা প্রকাশ করেনি মিন৷ সাংবাদিকদের সে জানিয়েছে, প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম৷ নার্ভাস হয়ে পড়েছিলাম ঠিকই৷ কিন্তু মাঝপথে থামলেই যে পয়েন্ট কাটা যাবে৷ তাই কোন কিছু না ভেবেই স্কেটিং করে গিয়েছি৷

তবে এই পরিস্থিতিতেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সে৷ পোশাক যাতে খুলে না আসে তার জন্য হাত দুটিকে সবসময় টানটান করে পিছনের দিকে রাখার চেষ্টা করেছে৷ হাত দুটিকে সামনে আনলে বা ঝুঁকলে অনুষ্ঠানটি মাটি হয়ে যেত৷ মিনের এটা প্রথম অলিম্পিক৷ জীবনের প্রথম অলিম্পিকে পোশাক বিভ্রাটের জেরে তার স্কেটিং খারাপও হতে পারত৷ কিন্তু মাথা ঠান্ডা রেখে ও নিজের উপর আত্মবিশ্বাসের জোরে ভালোয় ভালোয় উতরে গিয়েছেন মিন৷

যখন পয়েন্ট ঘোষণা করা হল তখন দেখা গেল মিন ও আলেক্সজান্ডার ৫১.৯৭ পয়েন্ট পেয়ে নবম স্থান পেয়েছে৷ ৮০.৫১ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে কানাডার টিম৷ তবে নম্বর দেখে মোটেও অখুশি হয়নি তারা৷ জানিয়েছে, পোশাক বিভ্রাট না হলে ফলাফল অন্যরকম হত৷



পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন