প্রিয়ার বিরুদ্ধে এবার ফতোয়া!

  16-02-2018 08:21PM

পিএনএস ডেস্ক : ফের অভিযোগের সম্মুখীন ভাইরাল প্রিয়া প্রকাশ ভারিয়ার৷ আসন্ন ‘অরু আদার লাভ’ নামক সিনেমার জনপ্রিয় গান ‘মানিক্য মালারায়া পুভি’-তে মুসলিম সম্পদায়ের অনুভূতিতে আঘাত করা হয়েছে৷ মালায়ালম অভিনেত্রী প্রিয়া ও সিনেমার পরিচালক ওমার লুলুর বিরুদ্ধে এই অভিযোগ করল একটি স্থানীয় সংগঠন৷ এই মর্মে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ যদিও পুলিশের তরফ থেকে এখনও এফআইআর গ্রহণ করা হয়নি৷

জানা গিয়েছে, অভিযোগকারী সংগঠনটির নাম জনগন সমিতি৷ এই সমিতির সদস্যদের একটি দল জিনসি থানায় প্রিয়া ও পরিচালক লুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ এবিষয়ে সমিতির সভাপতি মহসীন আহমেদের বক্তব্য, ‘‘ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশে এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা৷ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, পরিচালক ওমার লুলু ও সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করার দাবি করছি আমরা৷’’

জিনসি থানার ইন্সপেক্টর ফাহিম হাসমি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘ নির্দিষ্ট কোন একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি৷ আমরা অভিযোগটিকে সিনিয়র অফিসারদের নজরে নিয়ে আসব এবং তাদের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেব৷’’

এর আগেও হায়দরাবাদ পুলিশের কাছে পরিচালক লুলুর বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, ‘মানিক্য মালারায়া পুভি’ গানটিতে নবী মহম্মদের স্ত্রী-সম্পর্কে আপত্তিকর উল্লেখ রয়েছে৷ একই অভিযোগে গত বৃহস্পতিবারও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এ একটি চিঠি পাঠিয়ে গানটির ভিডিও নিষিদ্ধ করার আবেদন জানায় মুম্বইয়ের রাজা অ্যাকাডেমি৷ সেই চিঠিতে বলা হয়েছে, দেশে শান্তি বজায় রাখতে হলে অবিলম্বে এই গানটি নিষিদ্ধ করতে হবে

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন