কেন ৪০ হাজার নিয়েছিলেন আরশি?

  10-03-2018 12:26PM

পিএনএস ডেস্ক: এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন আরশি খান। রমেশ যোশী নামে এক পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আরশি খান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পুরোহিত। তার দাবি, আরশি তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু বারবার চেয়েও সেই টাকা ফেরত পাওয়া যায়নি।
রমেশ যোশীর দাবি তার কাছ থেকে টাকা নিয়ে ফেরৎ দেননি আরশি। আর সেই কারণে মুম্বাইয়ের সমতা নগর থানায় আরশির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তার দাবি, আরশি তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন।

রমেশ যোশী বলেছেন, ২০১৫-র সেপ্টেম্বরে তার সঙ্গে আরশির পরিচয় হয় এবং এরপর তিনি প্রায়ই মন্দিরে আসনে। ২০১৫-র ৫ ডিসেম্বর মন্দিরে এসে আরশি বলেন যে, তার মোবাইল ও পার্স কেউ চুরি করে নিয়েছে। এজন্য তার কাছ থেকে আরশি ৪০ হাজার টাকা ধার নেন। রমেশ যোশীর অভিযোগ, কিন্তু ওই টাকা নিয়ে যাওয়ার পর আর কোনোদিন মন্দিরে আসেননি আরশি। বারবার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সমতা নগর থানার সিনিয়র ইন্সপেক্টর অনিল মানে জানিয়েছেন, আরশির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত করছে। অন্যদিকে, আরশিও পাল্টা রমেশ যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। আরশির অভিযোগ ওই পুরোহিত অশ্লীলভাবে তার শরীরে হাত দিয়েছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন