হাতিরঝিলে ব্যতিক্রমী ওয়াটার লেজার শো

  23-03-2018 10:01PM

পিএনএস : উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় উৎসবে ভাসছে বাংলাদেশ। সাত দিনব্যাপী বর্ণিল আয়োজনের দ্বিতীয় দিনে আজ রাতের আয়োজন ছিল রাজধানীর নয়নাভিরাম হাতিরঝিলে ব্যতিক্রমী এক ওয়াটার লেজার শো।

রাত সোয়া ৮টায় গুলশানের পুলিশ প্লাজার পাশে ঝিলের পানিতে এই লেজার শো’র আয়োজন করা হয়। লাল-নীল-হলুদ-বেগুনি আলোর ঝরণায় মুহুর্তেই বদলে যায় নগরীর চেনা ঝিলের দৃশ্য। উচ্ছ্বসিত দর্শকদের অবাক দৃষ্টি আর বিপুল করতালিও যোগ করেছিল ভিন্ন মাত্রা।

মনোমুগ্ধ ওয়াটার লেজার শো’র পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, হাবিব ওয়াহিদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্যে তিনি বলেন, ‘এক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। কারো অবহেলার পাত্র নয়।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন