নুহাশ হুমায়ূনের কাগজ খেলা

  14-04-2018 11:24PM



পিএনএস ডেস্ক: আজ পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসবের দিন। রঙিন আনন্দের এই দিনে চ্যানেল আইতে প্রচার হতে যাচ্ছে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ খেলা’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহনাফ রহমান, সাঁজবাতি, পার্থ হেফাজ শেখ প্রমুখ। আজ ১৪ এপ্রিল ছবিটি চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টায়।

নির্মাতা জানান, এই ছবির গল্পে দেখা যাবে রায়হান একদিন তার চাচাতো বোন সারিকা’র সাথে এক অদ্ভূত অরিগামি (কাগজ ভাজের শিল্প) খেলার মাঝে খুব অল্প সময়ে একে অপরকে চিনতে পারে। এ কাগজ খেলার সূত্র ধরেই গল্প এগুতে থাকে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন