‘আসিফার মত আর কত শিশু বলিদান দেবে?’

  16-04-2018 05:05PM

পিএনএস ডেস্ক : আর পাঁচজন সেলেব্রিটির মতো নন, সাধারণ মানুষের মতো এবার কাথুয়া গনধর্ষণ ও খুন নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ সম্প্রতি ট্যুইট করে প্রকাশ করলেন যে তিনি কতটা বিরক্ত এই গোটা ঘটনাটি নিয়ে৷ এই নৃশংস ঘটনার পরও যে কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশের আইনি ব্যবস্থা, সেই নিয়েও দুঃখপ্রকাশ করেছেন তিনি৷

‘ইউনিসেফ’র গুডউইল অ্যাম্বাসাডার হওয়ার কারণেনানান ইভেন্টে উপস্থিত থাকতে হয় তাঁকে৷ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বহন করেন তিনি৷ দিন কতক আগে সিরিয়ার ভয়াবহ বোমা বিস্ফোরণের পর সেখানেও তিনি উপস্থিত হয়েছিলেন৷

এছাডা়ও ভারতীয় মেয়েদের জন্য এই অভিনেত্রী অগণিত স্বপ্ন বুনছেন৷ তাদের উন্নতির আশা নিয়ে এগোচ্ছেন তিনি৷ সেই নিয়েও একটি অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেছিলেন৷ বিভিন্ন ধরণের সচেতনতার প্রোগামেও উপস্থিত থাকেন তিনি৷ তারকা ছাড়াও একটি সাধারণ মানুষের দায়িত্ব হিসেবেই ফের গর্জে উঠলেন কাথুয়া গণধর্ষণের মামলার বিরুদ্ধে৷

ট্যুইটে তিনি লেখেন, “রাজনীতি এবং ধর্মের ভেদাভেদের কারণে আসিফার মত আরও কত শিশু এইভাবে বলিদান দেবে নিজের? … বিতৃষ্ণা এসে গিয়েছে আমার… দ্রুত অ্যাকশন নেওয়ার সময় এটা৷ আমরা আসিফা এবং মানবতার কাছে ঋণী৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন