`আমাকে কাপড় খুলতে বলা হয়েছিল'

  23-04-2018 09:10PM



পিএনএস ডেস্ক : শুধু এদেশে বলে নয়৷ বিদেশেও মহিলা মডেলদের যৌন হেনস্তার শিকার হতে হয়৷ বিখ্যাত মডেল সারা জিফ সেকথা সর্বসমক্ষে জানিয়েছেন৷ বলেছেন, তাঁর যখন মাত্র ১৪ বছর বয়স, তখনই তাঁকে কাস্টিং কাউচের পাল্লায় পড়তে হয়৷

১৪ বছর বয়সেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সারা৷ রানওয়ে শো ও অ্যাড ক্যাম্পেন করতেন তিনি৷ তখনই তাঁকে “কাপড় খুলতে” বলা হয়েছিল৷ সম্প্রতি সারা জানিয়েছেন, তখন তিনি এক ফোটোগ্রাফারের অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন৷ কাজার কথা বলতেই গিয়েছিলেন সারা৷ কোনও এক কারণে তাঁর বাবা মা তাঁ সঙ্গে যেতে পারেননি৷ আর সেই সুযোগেরই ফায়দা তুলছিলেন সেই ফোটোগ্রাফার৷ অভিযোগ সারার৷

তিনি বলেন, “আমাকে মিকি মাউস আন্ডারওয়্যার ও স্পোর্টস ব্রায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল৷ তখন তো আমার স্তনও হয়নি৷ উনি আমাকে বলেছিলেন, আমরা তোমাকে বিনা ব্রায়ে দেখতে চাই৷ আমি তাই করেছিলাম৷ আমাকে শুধু চাকরিটা পেতে হত৷ আমি এর চেয়ে ভালো কিছু জানতাম না৷”

শুধউ ওই ১৪ বছর বয়সের ওই ঘটনাই নয়৷ তার পরেও এমন ঘটনা প্রত্যক্ষ করতে হয়েছিল তাঁকে৷ একটি ফোটোশুটে গিয়েছিলেন তিনি৷ সেখানে খোলাখুলি ড্রাগ ব্যবসা চলছিল৷ তাঁকে আপত্তিকর ছবির সামনে পোজ দিতে হয়েছিল৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি৷

১৮ বছর বয়সে জিফ মডেলদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ তোলেন৷ সেই প্রতিবাদের মুখ হন তিনি৷ ২০১০ সালে এই নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়৷ ২০১২ সালে তিনি একটি এনজিও খোলেন৷ মডেলদের সমান অধিকার, সঠিক ব্যবস্থা ও ঠিকমতো প্র্যাকটিসের জন্য এই সংস্থা কাজ করে৷

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন