স্ত্রী নির্যাতন মামলায় শর্তে জামিন পেলেন কাজী আসিফ

  25-04-2018 03:08PM


পিএনএস ডেস্ক: যৌতুকের জন্য নির্যাতনের মামলায় স্ত্রীর সাথে আপোসের শর্তে জামিন পেলেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান।

বুধবার (২৫ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম জামিন মঞ্জুর করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর কৌঁসুলি আলী আকবর জানান, মামলার বাদী আসিফের স্ত্রী শামীমা আক্তার অর্নি জামিনের বিরোধিতা করলেও আদালত দুই পক্ষের মধ্য আপোসের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল আসিফকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন।

বিচারক ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করে কাজী আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেড় বছর প্রেমের পর ২০১৫ সালে আসিফ কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতেই শুরু হয় সাংসারিক টানাপড়েন। একপর্যায়ে অর্নি আদালতে আসিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে অর্নি বাদী হয়ে মামলা করেন। সে মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসিফ-অর্নির সংসারে এক সন্তান রয়েছে। অর্নি কানাডায় নার্সিং পেশার সঙ্গে জড়িত। আসিফের সঙ্গে কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির পরিচয় হয়েছিল তার এক বন্ধুর মাধ্যমে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন