মাকে শেষবারের মতো দেখাতে কাশিমপুর কারা ফটকে অভিনেত্রী তাজিনের মরদেহ

  23-05-2018 04:39PM

পিএনএস ডেস্ক : অভিনেত্রী তাজিন আহমেদের মা বন্দী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। মাকে শেষবারের মতো দেখাতে আজ বুধবার সকালে তাজিনের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারা ফটকে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারাধ্যক্ষ উম্মে সালমা জানান, চেক ডিজঅনার মামলায় প্রায় দুই বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় করাগারে বন্দী রয়েছেন অভিনেত্রী তাজিনের মা। তাই শেষবারের মতো তাঁকে দেখাতে তাজিনের মরদেহ কারা ফটকে আনা হয়। তাজিনের মাকে কারাগারের ভেতর থেকে কারা ফটকে এনে মেয়ের মরদেহ দেখানো হয়। কিছু সময় পরেই আবার তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়।

আজ রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে তাজিন আহমেদকে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে মারা যান তাজিন আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। সেদিন সকাল ১০টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন এই অভিনেত্রী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন