নারীর শরীর নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন বিদ্যা বালান

  24-05-2018 02:41PM

পিএনএস ডেস্ক:নারীদের মন-সত্তা-শরীরকে নিয়ন্ত্রণ করে পুরুষ আধিপত্য বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বলিউড তারকা বিদ্যা বালান। ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বিদ্যা বলেন, নারীদে শরীর নিয়ে সমাজের এত মাথাব্যথা, কারণ শরীরের ওপর জোর খাটিয়ে মেয়েদের নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, নারীর শরীর ‘কালচারাল সিম্বল’ হলে পুরুষের শরীরও সেই কালচারের বাইরে নয়। কিন্তু সমাজ তা শেখায় না। এটা পিতৃতন্ত্রেরই একটা হাতিয়ার। নারীদের মন-সত্তা-শরীরকে নিয়ন্ত্রণ করে পুরুষ আধিপত্য বজায় রাখতে চায়।

অনুপ্রেরণা হিসেবে কার কথা মনে পড়ে- জানতে চাইলে বিদ্যা বলেন, ক্ষমতাশীল নারীদের কথা বলতে প্রথমেই আমার ইন্দিরা গাঁন্ধীর কথা মনে আসে। রাজনীতি বিশেষ বুঝি না। তবে যেভাবে উনি নিজেকে বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরেছিলেন, সেটা অনুপ্রাণিত করে।

বলিউডের এই তারকা বলেন, শুধু নিজেকে নয়, চারপাশের নারীদের দেখেও সব সময়ে মনে হয়, তারা কোনও অংশে পুরুষের চেয়ে কম নন।

তিনি বলেন, নারীকেন্দ্রিক ছবিই আমি বেশি করি। তবে কেউ যখন জিজ্ঞেস করত, কীভাবে দশ দিক সামলাই, মনের মতো উত্তর পেতাম না। একটা ক্যাম্পেইনের অংশ হয়ে যেন উত্তরটা খুঁজে পেয়েছি, ‘একাই একশো

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন