ইন্সুরেন্সের ২৪০ কোটি টাকার জন্যই শ্রীদেবীকে খুন!

  24-05-2018 11:38PM

পিএনএস ডেস্ক: দিন কতক আগে, প্রাক্তন এসিপি বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে বহু তথ্য প্রকাশ্যে আনেন৷ তাঁর মতে, স্বাভাবিক মৃত্যু নয়! শ্রীদেবীকে খুন করা হয়েছে৷ তাও আবার পরিকল্পনা মাফিক৷

যদিও এসিপি ভূষণ কাউকে সরাসরি দোষারোপ করেননি৷ তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, বেদ ভূষণ দুবাই পুলিশের ময়নাতদন্তের কিছু রিপোর্ট সামনে এনে, বলেন তিনি এই রিপোর্ট সন্তুষ্ট নন৷ তাঁর দাবি, নায়িকাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘বাথটবের জলে জোর করে ফেলে যেকোনও ব্যক্তিতে খুন করা সম্ভব৷ আর এই ধরণের খুনে কোনও প্রমাণ থাকেনা৷ ফলে খুব সহজেই একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রমাণ করা যায়’৷ শ্রীদেবীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বলে ধারণা প্রাক্তন এসিপির।

পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন তিনি। কিন্তু হোটেলের ওই ঘরে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন। তাছাড়া তিনি দুবাই পুলিশের কাছে, শ্রীদেবীর শরীরের স্যাম্পেল এবং অভিনেত্রীর ফুসফুসে কতটা জল জমেছে তার তথ্য চাইলে তা দিতে রাজি হননি তাঁরা৷ এতসবের পর তিনি সিদ্ধান্তে এসেছেন, যে শ্রীদেবীর মৃত্যু কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং খুন।

সূত্রের খবর, সম্প্রতি বেদ ভূষণ জানিয়েছেন, দাউদ ইব্রাহিমও নাকি জড়িয়ে থাকতে পারেন পরিকল্পিত খুনের কেসে৷ আসলে যে হোটেলে শ্রীদেবীর মৃত্যু হয়, সেই জুমেইরাহ এমিরেটস টাওয়াটি মালিক দাউদ ইব্রাহিম৷ ফলত ভূষণ মনে করছেন, শ্রীদেবীর মৃত্যুর পিছনে হাত রয়েছে দাউদের৷ তবে কোন পরিপ্রেক্ষিতে তিনি এমন কথা বলছেন, তা এখনও জানা যায়নি৷

দাউদের নাম জড়ানো ছাড়াও প্রকাশ্যে এসেছে আরেক এক চাঞ্চল্যকর তথ্য৷ ফিল্ম মেকার সুনীল সিংহের আইনজীবি বিকাশ সিংহ সম্প্রতি দাবি করেছেন, শ্রীদেবীর নামে, ওমানে ২৪০ কোটি টাকার ইনশিউরেন্স পলিসি কেনা হয়৷ সেই পলিসির মূল দফা অনুযায়ী, পলিসির টাকাটা তখনই এনক্যাশড হবে যদি শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়৷ তার ঘটনাক্রমে সেটাই হয়েছে। তাই বেদ ভূষণ সহ ফিল্ম মেকার সুনীল সিংহও দাবি করেছিলেন যে শ্রীদেবীর মৃত্যু আসলে বাথটাবে ডুবে হয়নি৷ তাঁকে খুন করা হয়েছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন