ভারতের প্রথম নারী সুপার হিরো দীপিকা

  26-05-2018 12:00PM

পিএনএস ডেস্ক:বলিউডে তৈরি হতে চলেছে প্রথম ফিমেল সুপারহিরো মুভি। ‘ডিসি’ সুপারহিরো ফিল্ম ‘ওয়ান্ডার ওম্যান’ অনুপ্রাণীত হয়ে বলিউডে এ সম্পর্কে আগ্রহের সৃষ্টি হয়েছে। আর এই সুপারহিরো চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকা পাডুকোনকে। ইতোমধ্যে দীপিকা নাকি চুপিসারে মিটিং করেছেন ক্রিয়েটিভ টিমের সঙ্গে।

পরিচালক, প্রযোজক, ছবির নাম, কিছুই এখনও প্রকাশ্যে আসেনি। তবে সিনেমার প্রস্তুতি যে শুরু হয়েছে তা জানা গেছে। ছবির কনসেপ্ট নিয়ে এখনও আলোচনা চলছে। সেই আলোচনায় নিয়মিত উপস্থিত থাকছেন দীপিকা৷ স্ক্রিপ্ট নিয়ে নির্মাতারা সবে কাজ শুরু করেছেন।

২০১৯ এর শুরুর দিকে প্রজেক্টটি শুরু করার কথা ভেবেছেন নির্মাতারা। বলিউডের প্রথম ফিমেল সুপারহিরো ফিল্ম বলেই ছবির বাজেট প্রায় ৩০০ কোটিরও বেশি। এর আগে হলিউডের ‘ট্রিপেল এক্স’ মুভিতে, দীপিকা পাডুকোনের হাই-অকটেন অ্যাকশনের দৃশ্যে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সে কথা মাথায় রেখেই তাকে এই ছবির জন্য সিলেক্ট করা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন