ট্রেলারে দেখে নিন ‘ফিদা’র

  08-06-2018 09:01PM

পিএনএস ডেস্ক : স্বপ্নের মতো ইশানের জীবনে এসে, স্বপ্নের মতোই তার জীবন থেকে চলে গিয়েছে খুশি৷ আর সেই স্বপ্নের মাধে রয়েছে স্বার্থপরতা, ভুল বোঝাবুঝি, এরও অনেক কিছু৷ যে খুশিকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিল ইশান, আজ তাকেই দেখলে ঘৃণায় ভরে ওঠে ইশানের চোখ৷ প্রেম, বিচ্ছেদ, ট্র্যাজেডি, অ্যাকশন, গোটা প্যাকেজ নিয়ে উপস্থিত ‘ফিদা’র ট্রেলার৷

ইশানের চরিত্রে অভিনয় করছেন যশ দাসগুপ্ত এবং খুশির চরিত্রে সঞ্জনা বন্দ্যোপাধ্যায়৷ রিয়েল লাইফে যশ এবং সঞ্জনার সম্পর্ক বেশ ভাল৷ তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে ‘ফিদা’র ট্রেলারে৷ যশের ভক্তকূলের সম্বন্ধে সবাই একটা আইডিয়া রয়েছে৷ অন্যদিকে ডেবিউটান্ট সঞ্জনারও ভালই একটা ফ্যানবেস তৈরি হয়েছে৷ ‘ফিদা’ ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে যে একটা হাইপ উঠেছিল তা ট্রেলার রিলিজ করার পর আরও বেড়ে গিয়েছে৷

ট্রেলার মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই ভিইজ ছাড়িয়েছে এক লাখেরও বেশি৷ ট্রেলারের শুরুতেই ইশানের ফুটবল খেলার দৃশ্য দিয়ে৷ যার জীবনে হঠাৎ করে রূপকথার মতো এন্ট্রি নেয় খুশি৷ যাকে একনজর দেখেই পাগল হয়ে যায় ইশান৷ প্রেমে হাবুডুবু খেয়ে প্রপোজই করে ফেলে খুশিকে৷ তবে ইশানের গুডলুকসে একটুও না গলে সরাসরি জবাব দিয়ে দিল খুশি যে সে লাভ অ্যাট ফার্স্ট সাইটে একেবারেই বিশ্বাসী নয়৷ তবে নাছোড়বান্দা ইশান খুশিকে নিজের গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বে৷ ট্রেলারে তাদের এই প্রেমালাপে দর্শক মজে ওঠার আগেই সবকিছুই বদলে গেল ঘৃণায়৷ চির ধরল ইশান আর খুশির ভালবাসায়৷ সেই জানা যাবে ১৩ জুলাই৷ চলতি বছর এ দিনেই মুক্তি পাবে ছবিটি৷

‘প্রেম, ভালোবাসা কখনও মন ভাঙে না৷ ভাঙে অহংকার৷’ অহংকার, ইগোই হল যেকোন সম্পর্ক ভাঙার প্রধান কারণ৷ যখনই কোনও সম্পর্কে অহংকার জায়গা করে নেয় তখনই সেই সম্পর্কের মেয়াদ ফুরিয়ে আসে৷ এই বার্তা নিয়েই সম্ভবত ছবিটি পরিচালনা করেছেন পথিকৃত বসু৷ বাস্তব জীবনে কীভাবে ইগো সবকিছুকে একটু একটু করে শেষ করে ফেলে সেই ঘটনাই সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন পথিকৃত৷ যদিও ছবির হ্যাপি এন্ডিং রয়েছে বলেই আশা করা যাচ্ছে৷ সময়মত নিজের অহংকারকে যদি ব্যাক সিটে রেখে, নিজে থেকে এগিয়ে ক্ষমা চেয়ে নেওয়া যায় তাহলে ফের সেই সম্পর্কে ভালবাসা দানা বাঁধতে শুরু করে৷

‘স্বার্থপর’, ‘ঠগবাজ’, ‘I hate you’ এ ধরণের নানা শব্দ ঢুকে গিয়েছিল খুশি এবং ইশানের মিষ্টি প্রেমের গল্পে৷ তবে এসবের মাঝেও রয়ে গিয়েছে এক চিলতে ভালবাসা৷ যা বারেবারে দু’জনকে পরস্পরের কাছে নিয়ে আসছে৷

‘এসভিএফ’র প্রযোজনায় তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়৷ লিরিকস লিখেছেন প্রসেন৷ ছবির ডায়লগগলি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে উঠেছে৷ তার ক্রেডিট সম্পূর্ণ পুনম ঝায়ের৷ ডায়লগ তাঁরই লেখা৷ ছবির সুন্দর লোকেশনকে আরও অপরূপ করে তুলেছেন আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন