মুখ খুললেন আসিফ আকবর

  21-06-2018 09:04PM

পিএনএস : নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শিল্পী আসিফ আকবর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক শো অনুষ্ঠানে এসে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তিনি বলেন, ‘যে ৬১৭ টি গানের কথা বলা হচ্ছে, সেই ৬১৭ টি গানের সত্ত্বাধিকারী কিন্তু আমি না। এই গানগুলোর সত্ত্বাধিকারী হচ্ছে সাউন্ডটেক কর্তৃপক্ষ। আমি যখন সাউন্ডটেক ছেড়ে দিয়ে অবকাশে যাই, তখন সবাই আমাকে একটা মৌখিক অনুমতি দিল, তুমি আসিফ আমাদের পক্ষে সাইন কর। ওখানে স্পষ্ট লেখাও ছিল, অন বিহ্যাব মানে কারো পক্ষে।’

‘কারো পক্ষে মানে কি সাক্ষর জালিয়াতি হয়? তাহলে তো মামলা করার ক্ষমতা আমার। আমি যেহেতু কোর্ট চিনে গেছি, কোর্টেই যাবো, বলেন তিনি।

আসিফ বলেন, ‘যেহেতু তারা অভিযোগ করেছে, এই ৬১৭ টা গানে আমি কত কোটি টাকা খেয়েছি, এটা তাদের কোর্টে প্রমাণ করতে হবে। বিষয়টি এখন আইনগতভাবে সমাধান হবে। এখন সিনিয়র দিয়ে মিমাংসা হবে না। সিনিয়ররা করলে আগে করতে পারতো। এখন হবে না।’

তিনি বলেন, ‘এখানে প্রীতমের গান আছে ৮ থেকে ১০ টা। আর শফিক তুহিনের গান থাকতে পারে ৮০ থেকে ৯০ টা। শফিক তুহিন এটি ফেসবুকে দিয়ে দিল। তারা দুই বছর ধরে ফেসবুকে আমাকে বিরক্ত করছে। ৫৭ ধারায় মামলা করার কথা আমার। কারণ, তারা সবসময় উস্কানিমূলক কাজ করে আসছে।’

তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে, একটা সমস্যার শুরু হল, এটার সমাধান প্রয়োজন। যেহেতু এখন খেলাটা কোর্টে শুরু হয়েছে এটা কোর্টেই শেষ হবে।’

‘যেহেতু এখানে আইন ঢুকে গেছে, আইনের মাধ্যমেই সমাধান হবে। আমার কাছে অফার এসেছিল, আমি বলেছি, নো। কারণ, জেল খাটলাম আমি, অপরাধ করলাম না আমি, সবকিছুই আমি’, বলেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন