কোন তারকায় মাথায় উঠল IIFA-র সেরা শিরোপা?

  25-06-2018 08:18AM

পিএনএস ডেস্ক : গ্রিন কার্পেটে একের পর এক তারকাদের জলসা৷ শুরু হয়ে গিয়েছে বলিউডের সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড শো, আইফা৷ প্রতি বছরই আইফাতে থাকে অভিনব চমক৷ এবারে তার অনথ্যা হল না৷ ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়’ গানে রেখার পারফর্মেন্স থেকে আইফার সেরা শিরোপা৷ সবেতেই নয়া চমক নিয়ে ফের হাজির ২০১৮ বছরের ১৯ তম ইন্টারন্যাশনাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (iifa)-এর। দেখে নেওয়া যাক মাথায় উঠল আইফার সেরা শিরোপা৷

সেরা পরিচালক – সাকেত চৌধুরী (হিন্দি মিডিয়ম)
সেরা অভিনেত্রী – শ্রীদেবী (মম)
সেরা অভিনেতা – ইরফান খান (হিন্দি মিডিয়ম)
সেরা সহ অভিনেত্রী – মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)
সেরা সহ অভিনেতা – নাওয়াজুদ্দিন সিদ্দিক (মম)
সেরা ছবি – তুমহারি সুলু
সেরা স্ক্রিনরাইটার – অমিত ভি মাসুরকার (নিউটন)

সেরা সঙ্গীত পরিচালক – আমাল মালিক, তনিস্ক বাগচি, অখিল সাচদেব (বদ্রিনাথ কি দুলহানিয়া)
সেরা প্লেব্যাক গায়ক – অরিজিৎ সিং (হাওয়ায়ে, ছবি- যব হ্যারি মেট সেজাল)
সেরা প্লেব্যাক গায়িকা – মেঘনা মিশ্র (ম্যঁয় কৌন হুঁ, ছবি- সিক্রেট সুপারস্টার )
সেরা ডেবিউ ডিরেক্টোরিয়াল – কঙ্কনা সেন শর্মা (আ ডেথ ইন গঞ্জ)
সেরা লিরিসিস্ট – নুসরত ফাতেহ আলি খান, মনোজ মুনতাশির (মেরে রাশকে কমড়)
সেরা সিনেম্যাটোগ্রাফি – মারসিন ল্যাসকাউইক (টাইগার জিন্দা হ্যয়)

সেরা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট – অনুপম খের
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর – প্রীতম চক্রবর্তী (জগ্গা জাসুস)
সেরা এডিটিং – স্বেতা ভেঙ্কট (নিউটন)
সেরা কোরিওগ্রাফি – বিজয় গঙ্গোপাধ্যায়, ব়্যুয়েল ডসন বরিন্দানি (জগ্গা জাসুস)
সেরা স্ক্রিনপ্লে – নিতিশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বারেলি কি বরফি)
সেরা স্পেশাল এফেক্ট – প্রসাদ সুতার (জগ্গা জাসুস)
সেরা সাউন্ড ডিজাইন – দিলীপ সুব্রমানিয়ম, গনেশ গঙ্গাধরণ (টাইগার জিন্দা হ্যয়)
সেরা ডায়লগ – হিতেশ কেওয়ালা (শুভ মঙ্গল সাবধান)

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন