হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

  09-07-2018 04:02PM

পিএনএস ডেস্ক : টেলিভিশনে সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম তারক মেহতা কি উলটা চশমা৷ আর সেই ধারাবাহিকেরই কৌতুকাভিনেতা কবি কুমার আজাদের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগত৷ এই ধারাবাহিকে ডঃ হনসরাজ হাথির ভূমিকায় তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের৷

এই কমেডি ধারাবাহিকে তিনি একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিলেন৷ সবথেকে বেশি এপিসোডের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠে আসে এই ধারাবাহিকের৷

বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন তিনি৷ মহরাষ্ট্রে ওয়াকহার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ ওই ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদি অভিনেতার প্রয়াণের খবর জানান৷

শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কবি কুমার আজাদ প্রয়াত হন৷ খুবই ভালো মানুষ ছিলেন তিনি৷ … অসুস্থ থাকলেও তিনি শ্যুটিংয়ে চলে আসতেন৷ সোমবার ভোরেই তিনি ফোন করে জানিয়েছিলেন অসুস্থতার কারণে তিনি আজ শ্যুটিংয়ে আসতে পারবেন না৷ আর তার পরে এই মর্মান্তিক খবর আসে৷ সকলেই শোকাহত৷

সূত্রের খবর, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷ বহুদিন ধরেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত৷ শুধু ছোট পর্দাই নয়, আমির খানের মেলা এবং পরেশ রাওয়ালের সঙ্গে ফানটুশ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে৷ আর জে অলোক তাঁর ট্যুইট করে কবি কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেন৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন