যে কারণে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা

  11-07-2018 06:03AM

পিএনএস ডেস্ক : ভারতে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেম’ ঝড় তুলেছে গোটা বিনোদন জগতে। অনুরাগ কাশ্যপ ও বিক্রম আদিত্য মোতয়ানির পরিচালনায় তৈরি হওয়া এই ওয়েব সিরিজ এখন টক অফ দ্য টাউন। দর্শকেরা বলছে, এই ধরণের থ্রিলার বহুদিন পরে দেখল বলিউড।

তবে বেশিরভাগ দর্শকদের এই ওয়েব সিরিজ বিনোদন দিলেও, সেক্রেড গেম দেখে কিছুটা হলেও ক্ষোভ জমেছে কংগ্রেস শিবিরে। আর সেই ক্ষোভই স্পষ্ট হয়ে উঠল কলকাতার এক কংগ্রেস কর্মীর অভিযোগে।

কংগ্রেস কর্মীর অভিযোগ, এই ওয়েব সিরিজে রাজীব গান্ধী সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই অভিযোগের ওপর ভিত্তি করেই মঙ্গলবার গিরিশ পার্ক থানায় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, অনুরাগ কাশ্যপ ও নেটফ্লিক্সের মালিকের নামে মামলা দায়ের করেছেন এই কংগ্রেস কর্মী।

এই ওয়েব সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকি ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলি খান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন