এবার ‘গুজব’ বিড়ম্বনায় জাহিদ হাসান

  05-08-2018 05:02PM

পিএনএস ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে মাস খানেক আগে। এ-সংক্রান্ত একটি সংবাদ তখন প্রকাশ পেয়েছিল। এখন হ্যাকড হয়ে যাওয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। সেই গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন তিনি।

হ্যাকড হওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমার আইডিটা গত জুনের শেষ দিকে হ্যাকড হয়ে গিয়েছে। এ ব্যাপারে আমি গত ২ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ দায়ের করেছি। তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই আইডিতে আমি ঢুকতেও পারছি না, কিছু বলতেও পারছি না। মোটা কথা, এটাতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু এখন অনেকেই আমাকে জানিয়েছেন, এই আইডি থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা আমার জন্য খুব বিব্রতকর।’

জাহিদ হাসান এসব গুজবে তাঁর ভক্তসহ সবাইকে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে এই আইডির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

জাহিদ হাসান এখন শুটিং করছেন ঢাকার বাইরে। সেখান থেকে তিনি মুঠোফোনে এসব জানান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন