সব রেকর্ড ভেঙে দিতে পারে শাহরুখের ‘জিরো’

  10-08-2018 04:34PM

পিএনএস ডেস্ক : শাহরুখ খানকে সাধে বলিউডের বাদশা বলা হয়! কারণ তিনি সব সময় বাদশাহি আন্দাজে চলতে পছন্দ করেন। আগামী ছবি ‘জিরো’র জন্য নানা পরিকল্পনা করে ফেলেছেন। শোনা যাচ্ছে, ছবিটি তিনি ব্লকবাস্টার করেই ছাড়বেন। এমনকি বড় বড় ছবি পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য নতুন পথ নিতে চলেছেন বলিউডের বাদশা।

শাহরুখ এখন ব্যস্ত তাঁর ছবি ‘জিরো’ ছবির শুটিং নিয়ে। শিগগিরই শুটিং শেষ হবে। তাঁর এই ছবি ঘিরে নতুন খবর শোনা গেছে। শাহরুখের ‘জিরো’ নাকি আয়ের দিক থেকে অনেক সুপারহিট ছবিকে পেছনে ফেলবে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’। বছরের প্রথম দিনই এই ছবির টিজার শেয়ার করেন শাহরুখ। এরপর ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। এখন কিং খানের ভক্তরা ‘জিরো’র ট্রেলার দেখার জন্য অপেক্ষা করছেন।

শাহরুখ চান ‘জিরো’র প্রচারণা এতটাই হোক, যাতে আয়ের হিসাবে এই ছবি সব রেকর্ড ভেঙে দিতে পারে। বলিউডের কিং খান এই ছবির প্রচারে কী পরিকল্পনা করছেন? জানা গেছে, শাহরুখ ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ছবির প্রচার করবেন। এমনকি প্রচারণার জন্য বিদেশেও যাবেন। শোনা যাচ্ছে, ‘জিরো’র প্রচারে শাহরুখ তাঁর ভক্তদের নতুন কোনো চমক দেবেন।

শাহরুখ খান ছাড়া ‘জিরো’ ছবিতে আরও আছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও অভয় দেওল।

গত ১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিনে তাঁকে বিশেষ উপহার দেন কিং খান। সেদিন তিনি ‘জিরো’ ছবিতে ক্যাটরিনার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আর এই নতুন লুকে ক্যাটরিনাকে অনেকেই পছন্দ করেছেন।

‘জিরো’ ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। তিনিও ‘জিরো’ নিয়ে খুব আশাবাদী। সম্প্রতি ‘জিরো’ প্রসঙ্গে আনন্দ এল রাই বলেন, ‘“জিরো” কারিগরি দিক থেকে কঠিন একটা ছবি। অনেক দিন ধরে এই ছবির ওপর কাজ করছি। আমি আজ পর্যন্ত কোনো ছবির জন্য এতটা সময় দিইনি। এই ছবি নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এখনো আছি। আমি চাই এই ছবিটা যেন দর্শকের কাছে পৌঁছায়।’

শাহরুখ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবির মাধ্যমে শাহরুখের সঙ্গে অনেক বেশি যুক্ত হয়ে গেছি। তবে এ ব্যাপারে এখন কিছু বলব না। আগামী দুই মাস আমরা শুধু এই ছবি নিয়ে কথা বলব। অনেক কিছু বলার আছে। তবে শাহরুখকে মাথায় রেখে “জিরো” করার পরিকল্পনা করেছিলাম। তিনি রাজি না হলে এই ছবিটা হয়তো করতাম না।’

‘জিরো’ ছবিতে একটি গানে কিং খানের সঙ্গে বলিউডের সুলতান সালমান খানকে দেখা যাবে। আনন্দ এল রাই বলেন, ‘এটা কোনো গিমিক নয়। দৃশ্যটা ছবির জন্য জরুরি ছিল।’

‘জিরো’ ছবিতে শ্রীদেবী তাঁর জীবনের শেষ কাজ করেন। শ্রীদেবী প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শ্রীদেবী যখন এই ছবিতে কাজ করেছেন, তখন ভাবতেই পারিনি এটাই সেটে তাঁর শেষ কাজ হবে। তাই যখন তা মনে হয়, তখন খুব খারাপ লাগে। এখন মনে হচ্ছে তিন-চার বছর আগে যদি শ্রীদেবীর সঙ্গে যোগাযোগ হতো, তাহলে আরও ভালো হতো। তাঁকে নিয়ে একটা সম্পূর্ণ ছবি করতাম। “জিরো” ছবিতে একটু উপস্থিতিতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তিনি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাময়ী আর পেশাদার অভিনেত্রী। এমনকি অফ স্ক্রিনেও কথাবার্তায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দেশের সেরা এবং একজন পেশাদার অভিনেত্রী তিনি।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন