রাজধানীতে চলছে ইরানি ছবির শুটিং

  10-08-2018 06:03PM

পিএনএস ডেস্ক : রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সবজির আড়তে চলছে ইরানি ছবির শুটিং। ছবির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’ বাংলায় অর্থ দাঁড়ায় ‘যে রাতে চাঁদ পূর্ণতা পেয়েছিল’।

শুটিং ইউনিটের সঙ্গে আলাপ করে জানা যায় শুধু কারওয়ান বাজার নয়, নিউ মার্কেটসহ ঢাকার কয়েকটি লোকশনে চলছে এই ছবির শুটিং। চলবে মঙ্গলবার পর্যন্ত।

শুধু বাংলাদেশ নয়, এই ছবিটির দৃশ্যধারণ করা হবে ইরান ও পাকিস্তানে। গল্পের প্রয়োজনে বাংলাদেশে এটির শুটিং হচ্ছে বলে জানান ছবিটির উপদেষ্টা মুমিত আল রশিদ। তিনি বলেন, বাংলাদেশে এই ছবির বিশ ভাগ শুটিং হবে। তারপরেই শুটিং হবে পাকিস্তানে।

‘শাবি কে মহ কমেল শোদ’ একটি রোমান্টিক গল্পের ছবি। ছবিটি নির্মাণ করছেন নার্গিস অবইয়ার।

বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলনাজ শাকেরদুস্ত, হুতান শাকিবা, ফেরেশতে সাদরে উরাফায়ি।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন