এবার #মিটু নিয়ে মুখ খুললেন মিথিলা

  07-11-2018 02:02PM

পিএনএস ডেস্ক :বিশ্ব বিনোদন জগতে জড় তুলেছে #মিটু আন্দোলন। যে ঝড়ে সম্প্রতি কেঁপে উঠেছে বলিউড। ঝড়ের বাতাস লেগেছে বাংলাদেশের শোবিজ জগতেও। অভিনেত্রী ফারিয়া শাহরিন এক প্রযোজকের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ করেন। তবে তিনি তার নাম উল্লেখ করেননি।

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। দেশের প্রথম সারির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যৌন হেনস্তা ও লিঙ্গ বৈষম্য বাংলাদেশের সব জায়গাতেই রয়েছে। তবে মিডিয়া জগতে এখন এটি নিয়ে বেশি কথা হচ্ছে। অসচেতনতার কারণে তা আরও বাড়ছে।

মিথিলা বলেন, অনেক নারীই সাহস করে তাদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। ইন্ডাস্ট্রির অন্য নারীরাও এগিয়ে এসে তাদেরকে সমর্থন দিচ্ছেন। এটা একটা ভালো দিক।

তিনি বলেন, হলিউড, বলিউডসহ বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির নারী নির্যাতন ও যৌন হেনস্তার নানা ঘটনা #মিটু আন্দোলনের মাধ্যমে সামনে এসেছে। প্রতিদিন আরও অনেক ঘটনাই প্রকাশ পাচ্ছে। আমিও এটাকে সমর্থন করি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন