নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

  10-11-2018 05:55PM

পিএনএস ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস এবার ক্রিকেটপাড়ায় মনোযোগী হচ্ছেন। তাহলে কি অভিনয় ছেড়ে ব্যাট বল হাতে মাঠে নামছেন ফেরদৌস? প্রশ্নটা মাথায় আসাই স্বাভাবিক। তবে ঠিক তেমনটি নয়।

মূলত, নারী ক্রিকেটার জাহানারা-শুকতারাদের জীবন সংগ্রাম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ফেরদৌস।

জনপ্রিয়তার শীর্ষে থাকা তার অন্যতম সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র ২০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথাই জানান দুই বাংলার দারুণ জনপ্রিয় এই নায়ক।

অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, ‘আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট টিম নিয়ে একটি সিনেমা করার। অবশ্য এর পেছনে কয়েকটা কারণও আছে। প্রথমত আমি ক্রিকেটার চরিত্রে চাইলেই এখন সিনেমা করতে পারবো না, কারণ আমার ওই বয়স আর নেই। আর সেটি করতে গেলে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে।’

ফেরদৌস বলেন, ‘এগারোটা মেয়ের ক্রিকেট জীবন নিয়ে একটা স্টোরি এবং তাদের কোচ হিসেবে যদি আমি কাজ করতে পারি সেটি আমার জন্য হতে পারে দারুণ কিছু। এ ব্যাপারে আমি তৈরি।’

এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে আছে সালমা-জাহানারারা। তাদের জন্য আগাম শুভকামনা জানিয়েছেন ফেরদৌস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন