পাকিস্তানে মান্টো নিষিদ্ধ; লেখক-শিল্পীদের প্রতিবাদ

  16-01-2019 03:23PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানে নন্দিতা দাশ পরিচালিত মান্টো চলচ্চিত্রের প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে এ ঘটনায় পাকিস্তানি লেখক, শিল্পী, অ্যাক্টিভিষ্ট ও সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টোর জীবনীভিত্তিক এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মুম্বাইয়ের নওয়াজউদ্দিন সিদ্দিকী ও রাসিকা দুগ্গাল।

মান্টো’র প্রদর্শনী নিয়ে আপত্তি জানানো হলেও ছাড়পত্র পেয়েছে অনুপম খের অভিনীত ভারতীয় ছবি ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। চলচ্চিত্রটি ১৮ জানুয়ারি পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

এদিকে, ‘মান্টো’ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের লাহোর, করাচি, পেশোয়ার এবং মুলতানের রাস্তায় প্রতিবাদে নেমেছে শত-শত মানুষ। প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি সাংবাদিক, লেখক, শিল্পীরাও। এ কথা জানার পর অভিভূত পরিচালক নন্দিতা দাশ।

টুইটারে নন্দিতা লিখেছেন, পাকিস্তানে মান্টো'র নিষেধাজ্ঞায় যারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আমিও আপনাদের সঙ্গে রয়েছি। সূত্র : ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন