এফডিসিতে বুলবুলের দ্বিতীয় জানাজা সম্পন্ন

  23-01-2019 03:50PM


পিএনএস ডেস্ক: দেশ বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর ২টার ২০মিনিটের দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে(বিএফডিসি) এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এর আগে, বুধবার জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাব নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। দেশের সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ ছাড়া সংগীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন