জঙ্গি হামলা নিয়ে মুখ খুলে ট্রলের শিকার প্রিয়াঙ্কা

  16-02-2019 12:35PM



পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটিদের ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই কমবেশি বলিউড তারকাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়।

এবার কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় টুইট করে ট্রলের শিকার হলেন প্রিয়াঙ্কা চোপড়া।

জঙ্গি হামলা নিয়ে প্রিয়াঙ্কা টুইট করেন, “পুলওয়ামার ঘটনায় আমি হতবাক। ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না। আমি শহিদের পরিবারের পাশে রয়েছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থণা করছি।”
আর এই টুইটের পরই টুইটারে ট্রলের শিকার হতে হয় তাকে। প্রিয়াঙ্কা লেখেন, ‘ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না।’

আর এই কথা ধরেই তাকে টুইটারে কাটাক্ষ করেন এক ব্যক্তি। অক্ষয় ভরদ্বাজ নামে ওই ব্যক্তি লেখেন, “হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘৃণা কখনওই সঠিক জবাব হতে পারে না, যতক্ষণ না আমরা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিচ্ছি।”

আরেক ব্যক্তি লেখেন, ‘আপনি আপনার স্বপ্নের জগতেই থাকুন। আপনার চিন্তা ভাবনা অত্যন্ত ভীতু প্রকৃতি।’

প্রিয়াঙ্কা এর আগে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এই প্রসঙ্গ তুলেও অনেকে তাকে আক্রমণ করেন।

এখানেই শেষ নয়, আরও অনেকেই প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন। কেউ বা তাকে নীচু মনের মহিলা বলেও কটাক্ষ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন