শ্রীদেবীর শাড়ি নিলামে

  23-02-2019 07:54PM

পিএনএস ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যান। গত এক বছরে তাকে হৃদয়ে ধারণ করে রেখেছেন ভক্ত দর্শক। পরিবারের সদস্যরাও শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও।

আর তাই শ্রীদেবীর জন্য প্রার্থণা ও পূজা অব্যহত রেখেছেন তার স্বামী বনি কাপুর। সেই জেরে এবার চ্যারিটি করতে চাইছেন তিনি শ্রীদেবীর পরনের একটি শাড়ি নিলামে তুলেছেন তিনি। উদ্দেশ্য, নিলামে যে অঙ্কটা আয় হবে, তার পুরোটাই একটি চ্যারিটিকে দেওয়া। নিলামে যে শড়িটি তোলা হয়েছে, সেটি একটি কোটা শাড়ি, যার মূল্য ৪০ হাজার রুপি। নিলামে এই শাড়িটির দাম এখনও পর্যন্ত এক লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত ধার্য হয়েছে।

বলে রাখা ভালো, তিথি অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী চলে গেছে গত ১৪ফেব্রয়ারি। সেদিনই চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে এক বিশেষ পূজার আয়োজন করেছিলেন বনি কাপুর। এবার নিলেন আরও একটি উদ্যোগ। গত বছর মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সেখানেই বাথটাবে ডুবে মৃত্যু হয় তার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন