দেখা হলে বলতেন কেমন আছো চঞ্চল

  07-05-2019 01:21PM


পিএনএস ডেস্ক: না-ফেরার দেশে চলে গেছেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল বুধবার সকালে তাঁর মরদেহ ঢাকায় আনা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তাঁর মরদেহ। বেলা ১১টায় শ্রদ্ধা জানাতে পারবে সর্বস্তরের মানুষ।

এই বরেণ্য সঙ্গীতজ্ঞকে নিয়ে শোবিজ অঙ্গনের মানুষের অনেক সুখকর স্মৃতি রয়েছে। তেমনই অভিনেতা চঞ্চল। ফেসবুক হ্যান্ডেলে জানালেন সুবীর নন্দীর সঙ্গে তাঁর স্মৃতির অংশটুকু।

আবেপ্রবণ হয়ে চঞ্চল বললেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের। কি লিখবো সুবীরদা কে নিয়ে? অনেক আবেগ তাড়িত হচ্ছি বার বার। চোখটা ভিজে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে,বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাদার সাথে দেখা হলো। দাদার সাথে ছোট ছোট স্মৃতি... দেখা হলেই-

‘কেমন আছো চঞ্চল?'

সুবীর নন্দীর অভাব পূরণ হবার নয় উল্লেখ করে চঞ্চল বলেন, 'আর কখনো দেখা হবে না সুবীর দার সাথে। হবে না কোনও কথা। আমাদের মাথার ওপর থেকে ছাঁদ গুলো ক্রমশ সরে যাচ্ছে এভাবেই। ক্ষণজন্মা এই শিল্পী সুবীর নন্দীর অভাব পুরণ হবার নয়। আপনি বেঁচে থাকবেন আমাদের গানে,মনে,প্রাণে। শত সহস্র বছর। ভালো থাকবেন দাদা। বিনম্র শ্রদ্ধা।'

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন