সিডনি ফিল্ম ফেস্টিভালে ফারুকী-তিশা

  09-05-2019 06:17PM

পিএনএস ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তা মাথায় নিয়েই মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের পর সিডনি ফিল্ম ফেস্টিভালে ২০১৯-এ নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’।

আগামী ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। হলি আর্টিজান রেঁস্তোরায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ চলচ্চিত্রটি আগামী ১০ জুন দুপুর ২টায় এবং ১৩ জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে।

উৎসবে অংশ নিতে মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আগামী ৯ জুন সিডনি যাচ্ছেন। ফারুকী জানান, চলচ্চিত্রটি উৎসবে উপস্থাপন করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

কেমন ছবি ‘শনিবার বিকেল’? দর্শকদের কৌতুহল মেটাতে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাদের প্রোগ্রাম নোটে লিখেছে, “বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্য সাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘শনিবার বিকেল’ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ণ নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।”

২০১৭ সালের ৩০ ডিসেম্বর ‘শনিবার বিকেল’ ছবিটির মহড়া শুরু হয়। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি জিতে নেয় রাশিয়ান ফিল্ম ক্রিটিক ফেডারেশন জুরি প্রাইজ ও কমেরসান্ত প্রাইজ অ্যাওয়ার্ড।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন